আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্টে চাঁবিপ্রবির আইসিটি বিভাগ

CSTU, 25 February, 2025

গত শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত MTB Presents AUST Inter University Programming Contest 2025-এ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের একটি টিম অংশগ্রহণ করে।


চাঁবিপ্রবির অংশগ্রহণকারী দলের নাম ছিল "UJANI-FulChua"। দলের কোচ ও আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সোহেল রানার নেতৃত্বে প্রতিযোগিতায় অংশ নেন বিভাগের তিন শিক্ষার্থী—শামীম হোসেন, মুরসালিন আকুঞ্জি ও আব্দুর রউফ।


প্রতিযোগিতায় চাঁবিপ্রবির দল তিনটি প্রবলেম সলভ করতে সক্ষম হয়, যা নতুন টিম হিসেবে তাদের জন্য একটি প্রশংসনীয় অর্জন। দলের কোচ জনাব সোহেল রানা বলেন, "নতুন টিম হিসেবে আমাদের শিক্ষার্থীরা তিনটি প্রবলেম সলভ করেছে, যা সত্যিই আনন্দের বিষয়। আমি আশাবাদী, তারা এই প্রোগ্রামিং চর্চা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে।"


চাঁবিপ্রবির এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধিতে অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় আরও ভালো করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে চাঁবিপ্রবি একদিন দেশের শীর্ষস্থানীয় প্রোগ্রামিং দলগুলোর মধ্যে স্থান করে নেবে বলে প্রত্যাশাোধ করছি।