চাঁবিপ্রবি'র আইসিটি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

CSTU, 20 January, 2025

২০ জানুয়ারি, ২০২৫ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের ২০২৩-২৪ সেশনের নবীন বরণ অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। আয়োজনে নেতৃত্ব দেন উক্ত বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. পেয়ার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সোহেল রানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রভাষক সুস্মিতা কর।

বেলা ১২:১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠান শুরু । প্রধান অতিথি এবং সভাপতিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুল ইসলাম এবং ফারজানা শারমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসিন বাইজিদ মুন্সী এবং অবনী খন্দকার।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত করেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের এহতেশামুল হক লাবিব এবং গীতা পাঠ করেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের সৌধ সূত্রধর।


অনুষ্ঠানে আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ গাঙ্গুলী শুভেচ্ছা বক্তব্য প্রদান করে এবং মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে নিমোক্ত দাবি উত্থাপন করে।


*অস্থায়ী হলের ব্যবস্থা করা।

*সমৃদ্ধ লাইব্রেরির ব্যবস্থা করা।

*মাসে অন্তত একবার প্রোগ্রামিং ট্রেনিং এর ব্যবস্থা করা।

*প্রোগ্রামিং কনটেস্ট এর ব্যবস্থা করা।


এছাড়াও, আইসিটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানিয়া ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করে এবং নবীন শিক্ষার্থী মো:সাইফ তার অনুভুতি প্রকাশ করে।


অনুষ্ঠাননের প্রধান অতিথি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.পেয়ার আহম্মেদ শুরুতেই সৃষ্টিকর্তার প্রশংসা দিয়ে এবং পবিত্র কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করার মাধ্যমে বক্তব্য শুরু করেন এবং হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি সালাম জানান এবং আমাদের সকলকে তাঁর আদর্শ অনুসরণ করার জন্য আমাদের আহ্বান জানান। মানবতার জন্য কাজ করে গেছেন, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন এবং জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও জুলাই আগস্ট বিপ্লবে আহত,নিহত ও ক্ষতিগ্রস্থদের সাহায্য করার কথা বলেন।

ছাড়াও, আমাদের বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা সেল তৈরি করার কথা বলেন যেখানে শীত বস্ত্র প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে অসহায় সাধারণ ব্যক্তিদের সাহায্য প্রদান করা হবে।


তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন যে আমাদের শপথ করতে হবে " সর্বদা সত্য কথা বলতে হবে দুর্নীতিকে না বলতে হবে।"

এছাড়াও তিনি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ক্লাব গঠন এবং বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ করার কথা বলেন। তিনি শিক্ষার্থীদের কিভাবে ভালো রেজাল্ট করা সম্ভব পরীক্ষাতে সেগুলোর ব্যাপারে কিছু কথা বলেন এবং তিনি শিক্ষার্থীদের কাছে আইসিটি রিলেটেড কোনো থিওরি আবিষ্কার করার প্রত্যাশা ব্যক্ত করেন যেটি সমগ্র বিশ্বে প্রাধান্য পাবে।


তিনি পরিশেষে সৎ, নীতিবান মানুষ হওয়ার কথা বলেন।


অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শিক্ষার্থীরা নৃত্য, গান, নাটক,কৌতুক এবং বিভিন্ন অভিনয়ের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে।


অনুষ্ঠানটি বিভাগের উন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় সফলভাবে সমাপ্ত হয়। উপাচার্য মহোদয়ের দিকনির্দেশনা এবং প্রতিশ্রুতি নবীন শিক্ষার্থীসহ অন্যান্য সকল শিক্ষার্থীদের মাঝে গভীর অনুপ্রেরণা জাগিয়েছে।


(রিপোর্টার্স- মোঃ নিজামুল করিম, আইসিটি বিভাগ)



Department of ICT